ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু, ডিএসসিসির গাড়িতে জনতার আগুন

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক রিকশা চালক নিহত হয়েছেন।


এ ঘটনায় আহত হয়েছেন রিকশা আরোহী এক বৃদ্ধ। এ সময় বিক্ষুব্ধ জনতা ময়লার গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।


শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে বিবির বাগিচা ৪ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।


যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী সামান্য আহত হলেও এর চালক ঘটনাস্থলেই নিহত হন।


তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়া আহত রিকশা আরোহী হরেন্দ্র দাস (৭০) জানান, তিনি থাকেন টিটিপাড়ায়। পেশায় ভিক্ষাবৃত্তি করেন তিনি। সকালে রিকশায় করে কোনাপাড়া যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন। তিনি তার মাথায় ও ডান হাতে আঘাত পেয়েছেন।

ads

Our Facebook Page